খুলনা, বাংলাদেশ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নাটোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে সেনাসদস্য নিহত, আহত ৬
  বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় নিহত ২

মৌসুম শুরুর আগেই চুরি হচ্ছে সুন্দরবনের মধু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

আগামী ১ এপ্রিল থেকে মধু আহরণের জন্য সুন্দরবনে ঢুকতে মৌওয়ালদের পাশ ইস্যু করবে বন বিভাগ। কাজেই সুন্দরবন থেকে মধ্য আহরণের সময় এখনও ১০দিন বাকি। কিন্তু মৌসুম শুরুর আগেই সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন সুন্দরবন থেকে মৌচাক কেটে মধু চুরি করে নিয়ে যাচ্ছে একটি চক্র।

খোঁজ নিয়ে জানা গেছে, এপ্রিল থেকেই সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু। সরকারিভাবে আগামী ১ এপ্রিল থেকে মৌওয়ালদের বনে ঢোকার পাশ (অনুমতিপত্র) দেওয়া হবে। কিন্তু এরই মধ্যে বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে চুরি করে মধুর চাক কেটে এনে চড়া দামে লোকালয়ে মধু বিক্রি করা হচ্ছে। চুরি করা ওই মধু বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজি দরে।

একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্তমান সময়ে বনবিভাগ থেকে মাছ ও কাঁকড়া ধরার পাশ নিয়ে জেলেরা যাচ্ছে সুন্দরবনে। মাছ ধরার পাশ নিয়ে জেলের ছদ্ববেশে অনেক মৌওয়ালরা যাচ্ছে সুন্দরবনে। এভাবে অসাধু জেলে-বাওয়ালীরা সুন্দরবনে প্রবেশ করে অপরিপক্ক মৌচাকের মধু আহরণ করছে। ফলে মৌসুম শুরুর আগেই শূন্য হতে চলেছে সাতক্ষীরা রেঞ্জের মধুর মৌচাক। এতে হতাশা প্রকাশ করেছেন প্রকৃত মৌওয়ালরা।

সূত্র মতে, কেউ বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে, কেউবা বনবিভাগের অসৎ কর্মকতাদের সাথে যোগসাজশে সুন্দরবনের মৌচাক উজাড় করছে। এসব মধু বিক্রির জন্য মানুষের বিশ্বাস যোগাতে অনলাইনে মৌচাকসহ বিজ্ঞাপন দিতে দেখা গেছে অনেককে।

অনুসন্ধানে জানা যায়, বুড়িগোয়ালিনীর মহসিনের হুলো এলাকার রাসেল একটি চক্র ও আসাদুল সুন্দরবন থেকে কাকড়া ধরে ফেরার পথে দুইটি মৌচাক কেটে নিয়ে আসে। একইভাবে মুন্সিগঞ্জের হরিনগর বাজার সংলগ্ন এলাকার একাদশী রানী ও শ্রীদাস নামের দুইজন মাছ ধরে ফেরার পথে প্রায় চার কেজি মধু আহরণ করে নিয়ে আসে।

নাম প্রকশে অনিচ্ছুক শ্যামনগরের পদ্মপুকুর এলাকার একজন মধু ব্যবসায়ি জানান, সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেরা ফিরে আসার সময় কয়েকটি মধুর চাক নিয়ে এসেছিল। তাদের কাছ থেকে তিনি প্রায় ১৫ কেজি মধু কিনেছিলেন। এই মধু তিনি বিক্রি করছেন ১৫০০ টাকা কেজি দরে। আর মাত্র ২/৩ কেজি মধু আছে তার কাছে। তবে সিজেনে নিলে দাম আরো কম হবে বলে জানান তিনি।

বনবিভাগ সূত্র জানায়, প্রতিবছরের ন্যায় এবারও সুন্দরবনের মধু আহরণে বনবিভাগের অনুমতি মিলবে আগামী ১ এপ্রিল। ওই দিন থেকে সরকারিভাবে মৌওয়ালদেরকে মধু আহরণের পাশ দেওয়া হবে।

স্থানীয় মৌয়ালরা জানান, মধু মৌসুমে একটা পরিপূর্ণ মৌচাকে ২০-২৫ কেজি মধু পাওয়া যায়। একেকটি চাক থেকে ৬/৭ বার মধু সংগ্রহ করা যায়। কিন্তু যারা চোরা মধু আহরণকারী তারা অপরিপক্ক চাকের মধু আহরণ করার কারণে মাত্র ৩শ থেকে ৫শ গ্রাম মধু আহরণ করতে পারে। ফলে বনবিভাগ থেকে বৈধ পাস নিয়ে সুন্দরবনে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ মধু পায় না মৌয়ালরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তারা।

এ ব্যাপারে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মাছ ও কাঁকড়া ধরার পাশ দেওয়া আছে। অসাধু চক্রের অপতৎপরতা ঠেকাতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। আমাদের টহল অব্যাহত আছে। জেলেদের নৌকা তল্লাশী করা হচ্ছে। মধু বা চাক পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!