খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই: স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ
  জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে দুদকের মামলা
  ১১৮ বারের মত পেছালো সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো হবে যেদিন

ক্রীড়া প্রতিবেদক

আগামী ১১ মে অলিম্পিক স্টেডিয়ামে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে স্থানীয় সময় বিকেল ৪.১৫ মিনিটে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিবে স্বাগতিক বার্সেলোনা। সম্ভবত এই ম্যাচের ফলাফলই এবারের লা লিগায় শিরোপা নির্ধারণে মূল ভূমিকা পালন করতে পারে।

লা লিগার এবারের মৌসুম শেষ হতে আর মাত্র সাতটি ম্যাচ বাকি আছে। এই মুহূর্তে বার্সেলোনা চির প্রতিদ্বন্দ্বীদের তুলনায় চার পয়েন্ট এগিয়ে রয়েছে।

এ সপ্তাহে দু’দলই কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। শনিবার (১২ এপ্রিল) লেগানেসের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে বার্সেলোনা ১-০ গোলে কোনমতে জয়ী হয়েছে। এই একই ব্যবধানে আলাভেসের বিপক্ষে কষ্টার্জিত জয় নিশ্চিত করেছে রিয়াল। তৃতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো মাদ্রিদও ভালই লড়াই করে এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ চার লিগ ম্যাচে মাত্র এক জয়ে বার্সেলোনার থেকে ১০ পয়েন্ট পিছিয়ে গেছে।

বার্সা বনাম রিয়ালের ম্যাচটি দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ক্লাসিকো হতে যাচ্ছে। ২৬ এপ্রিল কোপা ডেল রে’র শিরোপা নির্ধারণী ম্যাচে এই দুই দল মুখোমুখি হচ্ছে। এবারের মৌসুমে এ পর্যন্ত অনুষ্ঠিত দুইবারের মোকাবেলায় দুটিতেই জয়ী হয়েছে কাতালান জায়ান্টরা।

গত অক্টোবরে হান্সি ফ্লিকের দল বার্নাব্যুতে লা লিগায় ৪-০ গোলে স্বাগতিকদের বিধ্বস্ত করেছিল। এরপর জানুয়ারিতে সৌদি আরবে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে ৫-২ গোলে জয়ী হয়। মৌসুমের শেষে যদি বার্সা ও মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে লিগ শেষ করে তবে বার্নাব্যুত ৪-০ গোলের জয়ের ম্যাচটি বার্সার জন্য ভরসা হয়ে উঠতে পারে। হেড-টু-হেড রেকর্ডে তখন লিগ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে।

দুটি দলই এখনও ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর রয়েছে। যদিও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে ৩-০ গোলের পরাজয়ে শেষ চারে যাওয়া এখন অনেকটাই অনিশ্চিত বর্তমান চ্যাম্পিয়ন মাদ্রিদের। বুধবার (১৬ এপ্রিল) বার্নাব্যুতে ফিরতি লেগের ম্যাচে তারা ফিরে আসার চেষ্টা করবে। অন্যদিকে বার্সেলোনা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!