খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

মোড়েলগঞ্জ উপজেলা আ’ লীগের ৭১ সদস্যের কমিটি ঘোষণা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন অ্যাড. আমিরুল আলম মিলন এমপি ও সাধারণ সম্পাদক হয়েছেন এম এমদাদুল হক। রবিবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।

৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সহ-সভাপতি সরোয়ার হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, শফিকুর রহমান লাল, অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, এইচ. এম মাহমুদ আলী, রবিন দত্ত, মাস্টার সাইদুর রহমান, ইকতিয়ার হোসেন দিলাল ও আব্দুল গফফার হাওলাদার। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে মো. হারুন অর রশিদ, মোজাম্মেল হক ও অ্যাড. তাজিনুর রহমান পলাশকে। অর্থ সম্পাদক হয়েছেন পঙ্কজ ঘোষ।

২০১৯ সালের ২৪ নভেম্বর এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটি ঘোষণা করা হয়েছিল। করোনা মহামারিসহ দলীয় নানা টানাপোড়েনের কারনে দু’জনকে নিয়ে গঠিত কমিটিই দায়িত্ব পালন করেছে দুই বছর ৭ মাস। এবারের কমিটিতে অধীক আলোচিত মুখ হচ্ছেন কার্যনির্বাহী কমিটির ৩ নং সদস্য সোমনাথ দে।

জাতীয় পার্টি থেকে তিনি সরাসরি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। সোমনাথ দে এর আগে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, জাতীয় সংসদ সদস্য প্রার্থী, মেয়র প্রার্থী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!