খুলনা, বাংলাদেশ | ২৩ মাঘ, ১৪৩১ | ৬ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  প্রাথমিকে ৬৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ হাইকোর্টে বাতিল
  ঘন কুয়াশায় গোপালগঞ্জে চার গা‌ড়ির সংঘর্ষ, নিহত ১, আহত অন্তত ২০
  সকালেও চলছে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ

মোড়েলগঞ্জে পানগুছি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে মিলন হাওলাদার (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পানগুছি নদীর বদনিভাঙ্গা এলাকা থেকে অর্ধ গলিত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। শনিবার (০৯ সেপ্টেম্বর) রাত থেকে নিখোজ ছিলেন ওই যুবক।

নিহত, মিলন হাওলাদার মোরেলগঞ্জ পৌরসভার বারুইখালী এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। তার স্ত্রী ও তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।

তিনি বেশিরভাগ সময় ভ্যান চালাতেন এছাড়াও পাটি বিক্রি এবং সুন্দরবনে বর্শি দিয়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতেন মিলন হাওলাদার।

স্থানীয় কাউন্সিলর ও নিহতের ফুপাতো ভাই ইউনুস সরদার বলেন, শনিবার রাত ৯টা থেকে নিখোজ ছিল মিলন। কিভাবে মারা গেল, কিভাবে কি হল আমরা কিছুই বলতে পারছিনা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, নিহতের পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে, বা কেউ মেরে ফেলেছে কিনা সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই জানাতে পারেনি।মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!