খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

মোড়েলগঞ্জে পানগুছি নদীর বাঁধ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীর তীরবর্তী সন্ন্যাসী হয়ে ঘসিয়াখালী পর্যন্ত ভাঙ্গন প্রতিরোধে বেড়িবাঁধের কাজ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন করেছেন যুব গ্রুপ ও সচেতন এলাকাবাসি।

বুধবার সকাল ১০টায় মোড়েলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা ভাঙ্গন কবলিত এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ গ্রহন করেন খাউলিয়া ও সদর ইউনিয়নের শত শত মানুষ।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগগুলির প্রতিনিয়ত এ উপকূলীয় মানুষের জনজীবনকে করছে বিপন্ন নদীর করাল গ্রাসে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন নতুন এলাকা হারাচ্ছে শত শত বিঘা ফসলী জমি বসতবাড়িঘর ও কাঁচা পাকা রাস্তাঘাট।

নদীর অব্যাহত ভাঙ্গন থেকে রক্ষার্থে ভেরিবাঁধের কাজটি দ্রুত না হলে নদীর তীরবর্তী এলাকাগুলো নতুন করে নদীগর্ভে বিলীন হয়ে ব্যাপক ক্ষতির সম্ভাবনা আশংকা করছেন গ্রামবাসী।

একই সাথে ১৯ এপ্রিল একনেকের সভায় মোড়েলগঞ্জের পানগুছি নদীর ভাঙ্গন হতে বাগেরহাট জেলা মোড়েলগঞ্জ উপজেলা সদর ও সংলগ্ন এলাকা সংরক্ষণ এবং বিষখালী নদী পুর্নঃখনন ৬৫৮ কোটি টাকা বরাদ্দ হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাগেরহাট-৪, মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনকে অভিনন্দন জানিয়ে দ্রুত ভেরিবাঁধের কাজটি বাস্তবায়নের জোর দাবী জানান তারা।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!