খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

মোড়েলগঞ্জে দেড় কেজি গাজাসহ চার যুবক আটক

নিজস্বপ্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে দেড় কেজি গাঁজাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (০৮ জুন) বিকেল ৩টার দিকে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা গ্রামের পাজাখোলা এলাকা থেকে পুলিশ তাদের এদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন, মোংলা উপজেলারর দিগরাজ গ্রামের আয়নাল খানের ছেলে মিজানুর রহমান খান (২৮), কাইনমারি গ্রামের শ্রী মন্ডলের ছেলে সমর মন্ডল (৩৫), সোনাখালী গ্রামের লুৎফর শেখের ছেলে লাবলু শেখ (২৯) ও কানমারি গ্রামের মালেক হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৭)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, মোংলা থেকে মাদকের একটি চালান নিয়ে কয়েকজন যুবক পাজাখোলা গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটক করা হয়। এসময় আটকদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!