খুলনা, বাংলাদেশ | ২৫ আশ্বিন, ১৪৩১ | ১০ অক্টোবর, ২০২৪

Breaking News

  রিসেট বাটন বলতে ৭১ এর গর্বিত ইতিহাস নয় দূর্নীতিগ্রস্থ রাজনীতি মুছে নতুন সূচনার কথা বলেছেন ড. ইউনূস : প্রেস উইং
  পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ ৮ জন নিহত

মোড়েলগঞ্জে ঘেরে বিষ দিয়ে মাছ নিধন

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে একটি ঘেরে বিষ প্রয়োগ করে ২ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বারইখালী গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ দাখিল হয়েছে।

ঘের মালিক হারুন অর-রশীদ জানান, ঘটনার রাতে তার বসতবাড়ি সংলগ্ন মাছের ঘেরে প্রতিপক্ষ সবুজ, কালাম ও আবুল হোসেন কীট নাশক জাতীয় বিষ প্রয়োগ করে ৯০ হাজার টাকার গলদা এবং অন্যান্য মাছ ধরে নিয়ে যায়। এছাড়া বিষ প্রয়োগের ফলে ১ লাখ ২০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। হারুন এবং তার স্ত্রী ঘটনা দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে উল্লেখিত ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যায় বলে হারুন অর-রশীদ দাবি করেন।

এ ঘটনায় ওই ৩ জনকে বিবাদী করে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন ঘের মালিক হারুন অর-রশীদ। জানাগেছে, একই এলাকার গুয়াতলা গ্রামের সবুজ, কালাম ও আবুল হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে ঘেরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিয়ে তাদের মধ্যে মামলা মকদ্দমা চলমান রয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!