খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট

মোড়েলগঞ্জে ঘেরের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরের মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১০এপ্রিল) বেলা ১১ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে জালাল শেখ ও তৈয়াবুর রহমানদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে খুলনা মেডিকেল কলেঝ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন, জালাল শেখের পক্ষে মোঃ কালাম হাওলাদার, হানিফ হাওলাদার, মোঃ মিরাজ মল্লিক, মোঃ বাবু মল্লিক, মোঃ খালেক হাওলাদার, মোঃ মুরাদ হাওলদার, মানিক হাওলাদার, কাদের হাওলাদার,  শাহিনুর বেগম। তৈয়াবুর রহমানের পক্ষের চয়ন হাওলাদার, জাকির, শহিদুল, এমরান, রাজু ও রাকিব।

জালাল শেখের ছেলে মোঃ সাগর হাওলাদার বলেন, তৈয়াবুর রহমান ও তার লোকজন কয়েক বছর আগে লিজ নিয়ে আমাদের জমিতে ঘের করেন। মাত্র এক বছর আমাদের হাড়ির টাকা দিয়েছিল, আর দেয়নি। পরে জোরপূর্বক আমাদের জমিতে ঘের করে আসছেন। আজকের আবার আমাদের জমি দখলের জন্য ভেকু দিয়ে মাটি কাটতেছিলেন। বাঁধা দিলে ওরা আমাদের উপর হামলা করে। এতে আমাদের অনেকেই আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমরা আমাদের জমি ফেরত চাই এবং হামলাকারীদের বিচার দাবি করছি।

এদিকে জালাল শেখের ছেলের অভিযোগ অস্বীকার করে তৈয়াবুর রহমানের ছেলে চয়ন হাওলাদার বলেন, জালাল শেখ ও আমাদের ঘের পাশাপাশি। নিজেদের জমি থেকে মাটি কাটছিলাম। তখন চয়নরা আমাদের উপর হামলা করে। এতে আমিসহ ৬জন আহত হয়েছি। মূলত খামাকাই এই হামলা করেছে জালাল শেখের লোকজনরা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!