বাগেরহাটের মোড়েলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল, প্রতিবাদ সভা ও লিফলেট বিতরণ করেছেন স্থানীয়রা।
শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্তরে এলাকাবাসীর আয়োজনে এ প্রতিবাদ সভা শেষে ঝাঁড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন নারী পুরুষসহ স্থানীয় গ্রামবাসী। মিছিলকারীরা হাতে ঝাঁড়ু ও জুতা নিয়ে শ্লোগান শহকারে গুলিশাখালী বাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ সভায় বক্তাব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম, রফিকুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী হাওলাদার, জোসনা বেগম, মাহিনুর বেগমসহ স্থানীয়রা।
সভায় বক্তারা বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নে সীমানা নির্ধারণ নিয়ে মামলার বাদী চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চুর দায়েরকৃত পরিকল্পিত মামলাটি অবিলম্বে প্রত্যাহারসহ দ্রুত নির্বাচনের জন্য জোর আহবান জানান।
একই সাথে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এলাকাবাসীর আন্দোলন অব্যাহত থাকবে বলে সভা থেকে জানানো হয়।
খুলনা গেজেট/ এস আই