রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করে রাত ১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডের রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে কাজ করা আমাদের টিমের কাছ থেকে ম্যাসেজ পেয়েছি, আগুনের এ ঘটনায় একজন পুরুষ (৬০) নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত বারোটা ১২ মিনিটে শাহজাহান রোডের একটি ১১তলা ভবনের ৫তলায় আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
খুলনা গেজট/এসজেড