খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

মোল্লাহাটে ২৬৯০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা থেকে ২ হাজার ৬৯০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মোল্লাহাট থানাধীন কামারগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার মোল্লাহাট থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই সোয়া ৬ টার দিকে বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন কামারগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাজের মোল্লাকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর নিকট থেকে ২৬৯০ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও নগদ ৪৫০ টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!