ইউপি নির্বাচনী সহিংসতায় বাগেরহাটের মোল্লাহাটে আসাদ শেখ হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (০২ মে) সকালে মোল্লাহাট উপজেলার শাসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়রা এই মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন চুনখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, ইউপি সদস্য মামুন শেখ, স্থানীয় মনির মুন্সি, হত্যা মামলার বাদী মমতাজ বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ১ এপ্রিল কিবরিয়া শরীফ, মিকাইল চৌধুরীসহ সন্ত্রাসীরা হামলা করে আসাদ শেখকে কুপিয়ে হত্যা করে। এসময় তাদের তারা আসাদ শেখের ছেলে আরিফুলসহ অন্তত ১০ জনকে আহত করে। হত্যাকান্ডের একমাস পার হলেও মাত্র একজন আসামী গ্রেফতার হয়েছে। অন্য আসামীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। হত্যা মামলার আসামীদের গ্রেফতার পূর্বক দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ১ এপ্রিল মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মামুন শেখ ও কিবরিয়া শরীফের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মামুন শেখের চাচা শাসন গ্রামের আসাদ শেখ নিহত হয়। এ ঘটনায় নিহতের মেয়ে মমতাজ বেগম বাদি হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেন।
খুলনা গেজেট/ এস আই