বাগেরহাটের মোল্লাহাটে বজ্রপাতে আব্বাস আলী শেখ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মে) দুপুরে মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি এলাকায় বাড়ির পাশে মাঠে মাছ ধরার সময় বজ্রপাতে তিনি নিহত হন। পরে স্বজনরা নিহতের মরদেহ উদ্ধার করে বাড়িতে এনেছে।
নিহত আব্বাস আলী শেখ মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের আড়ুয়াডিহি গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
নিহত আব্বাসের ভাই খয়ের শেখ বলেন, ১০ বছর বয়সী ছেলে আবরারকে সাথে নিয়ে মাঠে মাছ ধরতে গেছিল আব্বাস আলী শেখ। আকাশে মেঘ দেখে ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আবরার। পরে বজ্রপাতে আব্বাস অচেতন হয়ে পড়ে। পাশের ঘের থেকে দেখে স্থানীয়দের সহায়তায় আব্বাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্বাসকে মৃত ঘোষণা করেন।
কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, মাঠের মধ্যে মাছ ধরার সময় আব্বাস আলী শেখের মৃত্যু হয়েছে। পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
খুলনা গেজেট/এমএইচবি