বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকান্ডে দিনমজুর আবুল কালাম হাওলাদারের বসতঘর পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। দিনমজুর পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন।
জানা যায়, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মো. আবুল কালাম হাওলাদারের বসতবাড়িতে মঙ্গলবার দুপুর ২টার দিকে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ সময় ওই বাড়িতে গৃহমালিক ও স্ত্রী তারা কেউ ঘরে ছিলেন না। প্রতিবন্ধী বড় ছেলে বাবুল হাওলাদার বসতঘরে ঘুমিয়ে ছিল। আশেপাশের লোকজন আগুন জ্বলতে দেখে ডাকৎচিকার দিলে প্রতিবন্ধী বাবুল ঘর থেকে বেড়িয়ে আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানের পূর্বেই স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়।
আবুল কালাম হাওলাদারের স্ত্রী রেহেনা বেগম বলেন, তার স্বামী মোংলায় দিনমজুরের কাজ করে। সে বাড়িতে ছিলেননা। তিনিও পিতার বাড়িতে ওই সময় ছিলেন। ঘরে প্রতিবন্ধী বড় ছেলে ঘুমিয়ে ছিল। অগ্নিকান্ডে ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ৪ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ ঘটনার পরে সন্ন্যাসী ফাঁড়ি পুলিশ পরিদর্শন করেছেন। স্থানীয় চেয়ারম্যানকেও বিষয়টি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত রেহেনা বেগম কান্নানয় ভেঙ্গে পড়ে আরও বলেন, প্রতিবন্ধী দুই ছেলেসহ পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে।
খুলনা গেজেট/ এএজে