খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল

মোরেলগঞ্জে ২১ হাজার পরিবার পাচ্ছেন বিশেষ ভিজিএফ’র চাল

মোরেলগঞ্জ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ১৬টি ইউনিয়নসহ পৌরসভায় ২১ হাজার ৩০৯ পরিবার পাচ্ছেন জনপ্রতি প্রতি ১০ কেজি করে বিশেষ ভিজিএফ’র চাল। শনিবার বেলা ১১টায় পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ আনুষ্ঠানিক উদ্ধোধন করেন পৌরসভার মেয়র পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার।

একইদিনে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বারইখালী চেয়ারম্যান আউয়াল খান মহারাজ, পঞ্চকরন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর মোল্লা, তেলিগাতী চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বহরবুনিয়া চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার, হোগলাবুনিয়া চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, বলইবুনিয়ার চেয়ারম্যান শাহজাহান আলী খান, পুটিখালী চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, জিউধরার চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা, বনগ্রাম ইউপি চেয়ারম্যান রিপন চন্দ্র দাস, হোগলাপাশা চেয়ারম্যান মো. ফরিদ হোসেন, খাউলিয়া চেয়ারম্যান মাষ্টার মো. সাইদুর রহমান, দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুর রহমান মল্লিক শ’ শ’ ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ করেন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সালাউদ্দিন, ট্যাগ অফিসার, পৌরসভার কাউন্সিলর মো. মহিদুল শেখ, আজিজুর রহমান মিলন, মো. শাহিন শেখ, রেজওয়ান শেখ, ইউনুছ আলী, নারী সংরক্ষিত কাউন্সিলল হিরা বেগম, নিশানবাড়িয়ার ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির বলেন, পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে এবারে এ উপজেলায় ১৬টি ইউনিয়নে বিশেষ ভিজিএফ ১৬ হাজার ৬৮৮ জন সুবিধাভোগী বরাদ্দ হয়েছে ১৬৬.৮৮০ কেজি মেট্রিকটন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬শ’ ২১ জনে ৪৬.২১০ কেজি মেট্রিকটন প্রতিটি পরিবারে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!