খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

মোরেলগঞ্জে ১০ মিনিটের ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ২০ টি বসতবাড়ি বিধ্বস্ত

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০মিনিটের কালবৈশাখী ঝড়ে দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও ২০টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার(২৭ মে) বিকেল সাড়ে ৬ টার দিকে মিত্রডাঙ্গা, খারইখালী, পুটিখালী ও ভাটখালী গ্রামে আঘাত হানে কালবৈশাখী ঝড়।

ঝড়ে ১৪৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবি গজালিয়া হাজী মহেরউদ্দিন স্মৃতি দাখিল মাদরাসা ও খারইখালী গ্রামের কৃষক কাদের শিকদার, ভাটখালী গ্রামের প্রতিবন্ধী লোকমান হাওলাদারের বসতঘরসহ কমপক্ষে ২০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

পঞ্চকরণ ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, শনিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে দেবরাজ ও খারইখালী গ্রামে কমপক্ষে ২০টি বসতঘর বিধ্বস্ত ও গাছপালা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে রয়েছে শাহআলম শেখ, দিনমজুর লোকমান শিকদার, আউয়াল কাজী, শেখ, তরিকুল ইসলাম, জাকির খান, আবু শরীফ, এনায়েত শিকদার, হুমায়ুন শিকদার, এশারাত শিকদারের বসতঘর।

ঝড়ে বিধ্বস্ত এবি গজালিয়া হাজী মহেরউদ্দিন স্মৃতি দাখিল মাদরাসার সুপার ইকবাল হোসাইন বলেন, টিনশেড ভবন বিধ্বস্ত হয়ে মাদরাসাটির কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ১৪৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও টিনশেড ভবন ভেঙ্গে পড়েছে। প্রতিষ্ঠান দুটিতে আপাতত পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিষয়ে উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের একটি ঘরসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতির পরিমান নিরুপন করে দ্রুত সেগুলো মেরামত ও সরকারি সহযোগীতা দেওয়ার কাজ চলছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!