বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার আউশ প্রনোদনা বিতরণ করা হয়েছে। রবিবার বেলা ১২টায় উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে খরি-১ মৌসুমে ২০২২-২০২৩ অর্থ বছরে আউশ প্রনোদনা চাষিদের মাঝে এ সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভায় আউশ মৌসুমে বিনামূল্যে সুবিধাভোগী প্রতিটি কৃষক পরিবারের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ সর্ম্পকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকাশ বৈরাগী বলেন, এ উপজেলায় এ বছর ১৭শ’ হেক্টর জমিতে আউশের আবাদ করা হয়েছে। বিনামূল্যে প্রণোদনা পেয়ে সাধারণ কৃষকরা চাষাবাদে দিনদিন আগ্রহে বাড়ছে। গত বছরে ১৬শ’ হেক্টর জমিতে আবাদ ছিলো এবারে ১০০ হেক্টর বৃদ্ধি পেয়েছে।
খুলনা গেজেট/কেডি