খুলনা, বাংলাদেশ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনার ঘাট এলাকা থেকে খাদ্য পরিদর্শককে অপহরণ
  যুবদল নেতা মাহবুব হত্যা, ২ দিনের রিমান্ডে সজল
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০
  চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা
  ৬ষ্ঠ বছরে পদার্পণে খুলনা গেজেট’র সকল পাঠক, লেখক, সংবাদকর্মী, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে আন্ত‌রিক শুভেচ্ছা

মোরেলগঞ্জে ব্যবসায়ীকে অপহরণকালে মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতাসহ আটক ৪

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জিয়াউর রহমান হাওলাদার নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতা ও একটি হাইয়েক্স গাড়িসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ৮টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি বন্ধ করে ফেরিঘাট থেকে হাইয়েক্স গাড়িটি আটক করে পুলিশ এবং গাড়িতে থাকা অপহৃত জিয়াউর রহমানকে চোখবাধা অবস্থায় পুলিশ উদ্ধার করে।

এসময় গাড়িতে থাকা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোরেলগঞ্জের হোগলাবুনিয়া গ্রামের এইচ.এম খলিলুর রহমানকে আটক করে পুলিশ। একই সাথে গাড়ির চালক খুলনার নিরালা গ্রিনভিউ এলাকার এনামুল হকের ছেলে আমিরুজ্জামান খোকন, বটিয়াঘাটা থানার দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের আব্দুস সত্তার রাজ ও তেতুলতলা গ্রামের মোয়াজ্জেম হাওলাদারকে আটক করে পুলিশ। এসময় অপহরণকারি চক্রের কয়েকজন পালিয়ে যায়।

অপহৃত আমতলী গ্রামের মজিদ হাওলাদারের ছেলে জিয়াউর রহমান বলেন, রবিবার (১৩ জুলাই) সকালে তিনি তার বাড়ির কাছে আমতলী বাজারে একটি দোকানে চা খাচ্ছিলেন। এসময় একটি হাইয়েক্স গাড়িতে ও ৪-৫টি মোটরসাইকেলে করে ১৫-২০ জন লোক তাকে ধরে মারপিট করে চোখ বেঁধে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে জিয়াউর রহমানের স্ত্রী ময়না বেগম বলেন, তার স্বামীকে উদ্ধারের জন্য তারা ৯৯৯ নম্বরে জানালে মোরেলগঞ্জ থানা পুলিশ ফেরি আটকে দিয়ে তার স্বামীকে উদ্ধার ও অপহরণকারিচক্রের ৪ জনকে আটক করে। আটক থাকা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদলের নেতা খলিলুর রহমান বলেন, ভারতের ব্যাঙ্গালোরে ভাঙ্গারী ব্যবসা নিয়ে জিয়াউর রহমানের সাথে লেনদেন রয়েছে। সেই টাকা আদায়ের জন্য তাকে খুলনার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান বলেন, ব্যবসায়ী জিয়াউর রহমানকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবর শুনে পুলিশের পৃথক দুটি দল ফেরিঘাটসহ সড়কে তল্লাশী শুরু করে। একপর্যায়ে ফেরিঘাটে হালকা কালো রংয়ের একটি হাইয়েক্স গাড়ির (ঢাকা মেট্রো-চ ১২-০০৬১) মধ্যে ব্যবসায়ী জিয়াউর রহমানকে আহত ও মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। তৎক্ষনাৎ গাড়ির চালক ও গাড়িতে থাকা অপহরণকারি চক্রের অপর ৩ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টা ৪০ পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!