খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

মোরেলগঞ্জে দুই পাহারাদারকে বেঁধে রেখে ছাত্রদলের অফিসে অগ্নিসংযোগ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জের চিংড়াখালী ইউনিয়নে গভীর রাতে ছাত্রদল অফিসে হামলা ভাংচুর চালিয়ে সংগ্নিসংযোগ ও এক ব্যবসায়ীর দোকানে লুটের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশিকুর রহমান, থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা ও বাজার ব্যবসায়ীরা জানান, উপজেলার চিংড়াখালী বাজারে শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে একদল দুর্বৃত্তরা বাজারের দুই পাহারাদার আব্বাস শেখ (৪০) ও মতি শিকদার (৭০)কে ১০/১২ জন দুর্বৃত্তরা অস্ত্রের মুখে বেঁধে রেখে ইউনিয়ন ছাত্রদলের অফিসের মূল ফটকের তালা ভেঙ্গে চেয়ার টেবিল আসবাবপত্র ভাংচুর করে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ছবি পুড়িয়ে দেয়। এ সময় হামলাকারিরা অফিস পাসে ছাত্রদল নেতা নাঈম খানের একটি ইলেকট্রনিক্স দোকানে ঢুকে বেটারি, টিভি, বৈদ্যুতিক মালামাল লুট করে নিয়ে যায়। এতে ওই ব্যবসায়ীর প্রায় ১২ লাখ টাকার ক্ষতিস্বাধন হয়েছে বলে তার চাচা মো. শাহিন শিকদার জানিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।

এ বিষয়ে চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছোবাহান হাওলাদার বলেন, রাতে মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়েছে আগুন লেগেছে। সকালে এসে দেখি ছাত্রদল অফিসে আগুন দিয়েছে, নাঈমের দোকান লুট হয়েছে। এ ঘটনার পূর্বে স্থানীয় একটি হত্যা মামলার জেরে আওয়ামী লীগের কতিপয় দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি। এ হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে জানান তারা।

বাজার ব্যবসায়ী শাহিন শিকদার, আব্বাস সরদার, শাহাজাহান খান, মামুন শেখ, আব্দুস ছালাম বক্স খোকা সহ একাধিকরা বলেন, গত ৫ আগষ্টের পরে স্থানীয় ইউপি সদস্য বাদল বক্সের বড় ভাই বাবুল বক্স সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। মামলায় হামলার সাথে জড়িত প্রকৃত ব্যক্তিদের নাম না দিয়ে ওই মামলায় ইউনিয়ন ছাত্রদল নেতা নাঈদ খানসহ স্থানীয় একাধিক নিরীহ লোকজনকে হয়রানিমূলক আসামি করা হয়েছে। গতকাল নাঈম খান এলাকায় না থাকায় তার দোকানে হামলা চালিয়ে লুটপাট করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়েছে। এ ঘটনার আমরা বিচার চাই।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, চিংড়াখালীতে হামলা অগ্নিসংযোগের ঘটনায় তিনি সহ সহকারি পুলিশ সুপার এসএম আশিকুর রহমান, তিনিসহ পুলিশের একটি টিম দুপুরে ঘটনাস্থলে পরির্দশন করেছেন। এলাকায় এখন শান্ত রয়েছে। তবে, এখনও পর্যন্ত লিখিত কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!