খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন বিশ্ব গড়ার সক্ষমতা বাংলাদেশের আছে : চবি’র সমাবর্তনে প্রধান উপদেষ্টা
  চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিন্ড, চট্টগ্রাম বন্দরকে সত্যিকার বন্দরে পরিণত করার কাজ চলছে : প্রধান উপদেষ্টা
  ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনার রাজধানী থেকে গ্রেপ্তার ৩

মোরেলগঞ্জে দিনমজুর পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে দিনমজুর পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত
বাগেরহাটের মোরেলগঞ্জে এক দিনমজুর পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

আহতের পরিবার ও অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার খাউলিয়া গ্রামের দিনমজুর খলিলুর রহমানের সাথে প্রতিবেশী একই গ্রামের সরোয়ার খানের বিরোধ চলে আসছে।

পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন বুধবার বিকেলে পরিকল্পিতভাবে ৫/৬জন সংঘবদ্ধভাবে পথ রোধ করে দিনমজুর খলিলুর রহমানকে এলোপাতাড়ি মারপিট করে গুরুত্বর জখম করে। এ সময় তার ডাকৎচিকারে স্ত্রী শাহিনুর বেগম (৪৪) উদ্ধার করতে আসলে তার ওপর ও তার মেয়ের শাশুড়ি সোনাবরু বিবি (৬৮) বৃদ্ধকেও পিটিয়ে আহত করে হামলাকারিরা। এ ব্যাপারে আহত খলিলুর রহমানের মেয়ে খাদিজা বেগম বাদি হয়ে শামীম শেখ সহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ সর্ম্পকে থানা অফিসার ইনর্চাজ মো. সাইদুর রহমান বলেন, থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে
আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!