বাগেরহাটের মোরেলগঞ্জে এক দিনমজুর পরিবারের স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের ছেলে জিয়া হাওলাদার বাদি হয়ে (১২ জুলাই বুধবার) মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানাগেছে, উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের বহরবুনিয়া গ্রামের দিনমজুর ভ্যানচালক বৃদ্ধ মো. রুস্তুম হাওলাদার (৭৫) ও তার স্ত্রী পারুল বেগম (৬০) পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে মঙ্গলবার সকালে পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনাটি ঘটিয়েছে তারই আপন বড় ভাইয়ের ছেলে মোস্তফা হাওলাদার ও তার লোকজন। হামলাকারিরা এ সময় বৃদ্ধের বসতঘর কুপিয়ে ভাংচুর করে।
হাসপাতালে চিকিৎসাধীন রুস্তুম হাওলাদার বলেন, ভাতিজা মোস্তফা ও তার স্ত্রী ৩/৪ জনে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে। স্ত্রী তাকে উদ্ধার করতে আসলে তাকেও পিটিয়ে আহত করে। ঘরের মধ্যে আটকে রাখে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হতে পারেনি। মেয়ে জামাই আমাদেরকে উদ্ধার করে রাত সাড়ে ৭ টার দিকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমি ন্যায় বিচার চাই।
এ বিষয়ে মোস্তফা হাওলাদার আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
মোরেলগঞ্জ থানা ওসি মো. সাইদুর রহমান বলেন, হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সত্ত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
খুলনা গেজেট/কেডি