বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়েরিয়া প্রাদুর্ভাবে দিন দিন প্রকট আকার ধারণ করছে। ঈদুল ফিতরের দিন থেকে গত ৫ দিনে শিশু, বৃদ্ধ রোগীরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোগীর ভিড় বাড়ায় হিসসিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। এ পর্যন্ত ৫০ জন ডায়েরীয়া রোগী চিকিৎসাধীন রয়েছে। কলেরা স্যালাইন সংকটে হাসপাতাল রোগীদের বাহির থেকে কলেরা স্যালাইন ও খাবার স্যালাইন কিনে আনতে হচ্ছে। বিশুদ্ধ খাবার পানিও নেই গোটা হাসপাতালে, এ নিয়ে ভোগান্তিতে পড়েছে ভর্তিকৃত রোগীরা।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তীব্র গরমে পরিস্কার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানির সংকটে ডায়েরীয়ায় আক্রান্ত হয়ে গত ৫ দিনে ৫০ জন রোগী ভর্তি হয়েছে ডায়েরিয়া রোগী। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ সংখ্যা বেশিরভাগই।
হাসপাতালে ভর্তি একাধিক রোগী বলেন, হাসপাতালে খাবার পানি নেই, দুই একটি স্যালাইন দিলেও অধিকাংশ রোগীদের কলেরা স্যালাইন এমকি খাবার স্যালাইন পর্যন্ত টাকা দিয়ে তাদের বাহির থেকে কিনে আনতে হচ্ছে। ডাক্তার লিখে দিয়েছেন বাহির থেকে কিনে আনতে হবে হাসপাতারে স্যালইন নেই। এ রকম অভিযোগ রয়েছে একাধিক রোগীদের।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিলকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, কলেরার স্যালাইন হাসপাতালে পর্যাপ্ত সরবারাহ না থাকায় রোগীদের বাহির থেকে কিনতে হচ্ছে। যে কারনে সাময়িক সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। এক মাস পূর্বে স্যালাইনের চাহিদা দেয়া হয়েছে। খাবার ও পানির সংকটের বিষয়ে তাদের নতুন ভবনের কাজ হওয়ার কারনে তিনটি ফিল্টারের দুটি তেই বৃষ্টির পারি সংরক্ষন করা যায়নি। একটির পানি তাও শেষ হয়ে গেছে পূনরায় বৃষ্টি না হওয়া পর্যান্ত খাবার পানি সংকট কাটছেনা।
খুলনা গেজেট/ টিএ