বাগেরহাটের মোরেলগঞ্জে ঘের বিরোধে এক মৎস্য ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুমন হাওলাদার (৩০) কে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, জিউধরা গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে মৎস্য ঘের ব্যবসায়ী মো. সুমন হাওলাদার। তিনি শুক্রবার সকাল ৬টার দিকে ডিপু থেকে মাছ বিক্রির ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথিমধ্যে পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের নান্টু খানের নেতৃত্বে ৩/৪ জনের একটি সংঘবদ্ধ দল সুমনকে এলোপাতারি মারপিট করে গুরুত্বর জখম করে তার নিকটে থাকা টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত সুমনের বৃদ্ধ বাবা মো. শাহজাহান হাওলাদার বলেন, তার প্রতিবেশী বাহাদুর খানের ছেলে নান্টু খান তার ছেলে সুমন হাওলাদারের নিকট দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে আসছে। টাকা দিতে অস্বীকার করায় পরিকল্পিতভাবে সুমনকে মারপিট করে আহত করেছে। থানার ডিউটি অফিসারকে দেখিয়ে ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়েছেন তিনি। প্রশাসনের নিকট এ হামলার ন্যায় বিচার চাই বৃদ্ধ বাবা।
এ ঘটনার বিষয়ে নান্টু খান জানান, তিনি কাউকে মারপিট করেননি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, মৎস্য ব্যবসায়ীকে মারপিটের কোন অভিযোগ পাননি। তবে, অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/জেএম