মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নে তিন শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় পুলিশ আসামি মো. আলম হাওলাদার গ্রেপ্তার করেছে। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
অভিযোগ সূত্রে শুক্রবার ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪ টার দিকে পঞ্চকরণ গ্রামের ব্যবসায়ী হাসান হওলাদারের ছেলে বায়জিদ হওলাদার, ফেরদৌস হাওলাদারের ছেলে ওমর হাওলাদার ও হারুন আকনের ছেলে মানিক আকন স্থানীয় আলম হাওলাদারের বাড়ির সামনে খেলা করছিল। ওই সময়ে তিনি ওই তিন শিশু শিক্ষার্থীকে ধরে বাড়িতে নিয়ে যান। পরে তিনি তিন শিশুকে রশি দিয়ে নারকেল গাছের সাথে বেঁধে মারধর ও নির্যাতন করতে থাকেন। বায়জিদের বাবা হাসান হাওলাদার ছেলেকে ২ ঘন্টা ধরে খুঁজতে থাকেন। কিন্তু কোথাও না পেয়ে তিনি আলম হাওলাদারের বাড়িতে গিয়ে তার শিশুসহ আরও দু’জনকে গাছের সাথে বাঁধা ও তাদের সেখানে কাঁদতে দেখেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ওই তিন শিশুকে উদ্ধার করেন।
স্থানীয়ভাবে বিচার না পেয়ে ওই মঙ্গলবার দুপুরে হাসান হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর ও থানায় দু’টি অভিযোগ দায়ের করেন। থানার পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা গ্রাহণ করে। আসামি আলম হাওলাদারকে গ্রেপ্তার করে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নির্যাতিত তিন শিশুই পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, শুক্রবার পঞ্চকরণ ইউনিয়নে তিন শিশু নির্যাতনের ঘটনা ঘটে। শিশুদের একজনের বাবা মঙ্গলবার বাদী হয়ে থানায় মামলা করলে ওই রাতে আসামি আলম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
খুলনা গেজেট/ এসজেড