খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশে চলমান সংস্কার ও রুপান্তরে পাশে থাকবে জাতিসংঘ প্রধান উপদেষ্টার সাথে বৈঠক জাতিসংঘ মহাসচিব

মোরেলগঞ্জে খাদ্য গুদামের কোয়ার্টারে তালা ভেঙ্গে চুরি

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে খাদ্য গুদামের আবাসিক কোয়ার্টারের এক বাবুর্চির কক্ষের তালা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা চুরি ও কোয়াটারে থাকা ৩টি মুরগীর গলা কেটে মাথা ফ্লোরে ফেলে রেখে রক্ত দিয়ে বিভিন্ন স্থানে চিহৃ রেখে গেছে দুর্বত্তরা। ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছে থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সানকিভাঙ্গা এলাকায় উপজেলা খাদ্য গুদামে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আবাসিক কোয়ার্টারে কাজের বুয়া (বাবুর্চি) আলেক জান বেগমের শয়নকক্ষের তালা ভেঙ্গে গৃহে ঢুকে দুর্বৃত্তরা ঘরে মালামাল তছনছ করে গৃহে থাকা নগদ ১০ হাজার টাকা ও তার পালিত ৫টি মুরগীর ৩টির গলা কেটে মাথা ফ্লোরে ফেলে রেখে যায়। খাদ্য গুদামের নিরাপত্তা প্রহরী তরিকুর ইসলাম বরেন, ঘটনার সময় তিনি গুদামের মূল ফটকের সামনে বসা ছিলেন। কর্মকর্তার সাথে অপর নিরাপত্তা প্রহরী অরবিন্দু বিশ্বাস বাহিরে ছিলেন। এসময় কাজের বুয়া আলেকজান বেগম ঘরে অবস্থান করছিলেননা। পাশ্ববর্তী এক বাড়িতে নামাজ পড়তে ছিলেন। তিনি ডিউটিতে থাকাকালীন মূল ফটক থেকে ভিতরে কেহ প্রবেশ করেনি। আবাসিক কোয়ার্টার ভবনের পিছন থেকে দেয়াল টপকে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আলী বলেন, তিনি নামাজ পড়ে গুদামের নিকটস্থ ছোলমবাড়ীয়া বাসস্টান্ডে অবস্থান করছিলেন। পরে সংবাদ পেয়ে এসে দেখতে পায় বাবুর্চির ঘরের তালা ভাঙ্গা। শয়ন কক্ষের মালামাল তছনছ। ফ্লোরে রক্ত এবং ৩টি মুরগীর কাটা মাথা। ওই রাতেই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দু’সপ্তাহ পূর্বে গুদামের ৩ শ্রমিক হঠাৎ করে কাজ বন্ধ করে দেয়ায় শ্রমিকদের ভিতরকার দন্ধে এ ঘটনা জের হতে পারে। তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকেই পরিবার পরিজন নিয়ে তিনিসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতার আশংকায় রয়েছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, খাদ্য গুদামের আবাসিক কোয়ার্টারের তালা ভেঙ্গে চুরির ঘটনায় তাৎক্ষনিক ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি লিখিত অভিযোগও দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!