খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

মোরেলগঞ্জে আন্দোলনের চাপে প্রধান শিক্ষককে বরখাস্ত

গেজেট ডেস্ক

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রদের আন্দোলন-বিক্ষোভে বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন দুলালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার ও সেনাবাহিনীর একটি দলের মধ্যস্ততায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রধান শিক্ষককে আপাতত সাময়িক বরখাস্ত ও ১৫ দিনের মধ্যে চুড়ান্ত বরখাস্ত করতে হবে এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। প্রধান শিক্ষককের অপসারণের দাবিতে এদিন বেলা ১০টা থেকে তারা আঞ্চলিক মহাসড়ক সড়ক অবরোধ করে আন্দোলন করছিলো।

সন্ন্যাসী রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. রেজাউর আহসানের পদত্যাদের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। এ ছাড়াও উপজেলা সদরের অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক ছাত্রআন্দোলনের আভাস পেয়ে সিনিয়র শিক্ষক মো. মঞ্জুরুল করিমের নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন বলেও উপজেলা নির্বাহী কর্মকতা জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!