বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ ব্যববসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ২টা ৩০মি. পর্যন্ত মোরেলগঞ্জ পানগুছি নদীতে অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলী হাসান।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব বরিশাল গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে মো. আব্দুল হাই, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের কাঠালতলা গ্রামের পরেশ দাসের ছেলে পল্লব দাস, পার্শবর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডীপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. ইকবাল হোসেন ও একই গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার । অভিযুক্তদের বিরুদ্ধে ৩টি মামলা রজু করে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আলী হাসান। অভিযান পরিচালনাকালে সহায়তা প্রদান করে পুলিশ, কোষ্টগার্ড ও আনসার বাহিনীর সদস্যরা।