ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার দল বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকে (আরএসএস) বিন্দুমাত্র ভয় পান না বলে দাবি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
কিছুদিন আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে মোদির কঠোর সমালোচনা করেন বিলাওয়াল। এতে বিতর্কের মুখে পড়েন তিনি। কূটনৈতিক পর্যায়ে তার এমন ‘হীন’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় ভারত। দেশটির বিভিন্ন শহরে বেনজির ভুট্টো পুত্রের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায় বিজেপি।
পরিপ্রেক্ষিতেই বিলাওয়াল দাবি করেন, প্রতিবেশী দেশে তার বিরুদ্ধে চলা প্রতিবাদ-বিক্ষোভ নিয়ে একটুও বিচলিত নন তিনি। উল্টো নিজের মন্তব্যে অনড় থেকেছেন পাকিস্তানি মন্ত্রী।
তিনি বলেন, পাকিস্তানকে ভয় দেখাতে যদি এসব করা হয়, তাহলে ভারতের কোনও লাভ হবে না। আমরা মোদি, বিজেপি, আরএসএসকে ভয় পাই না।
বরং ভারত চাইলে তার বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যেতে পারে বলে সাফ জানিয়ে দেন বিলাওয়াল। এতেই থেমে থাকেননি তিনি।
নিজের বক্তব্যের সমর্থনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী বলেন, গুজরাটে মোদির কী ভূমিকা ছিল, ইতিহাস সাক্ষী রয়েছে। বিজেপি, আরএসএস প্রতিবাদ করলেও ইতিহাসকে বদলাতে পারবে না।
শুক্রবার জাতিসংঘে সন্ত্রাসবাদ প্রশ্নে পাকিস্তানের কড়া সমালোচনা করে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে ‘সন্ত্রাসের আঁতুড়ঘর’ বলে অ্যাখ্যা দেন। সেই সঙ্গে ওসামা বিন লাদেনকে দেশটিতে আশ্রয় দেয়ার প্রসঙ্গও তোলেন তিনি।
পরে এস জয়শঙ্করকে পাল্টা আক্রমণ করে মোদির কথা বলেন বিলাওয়াল। তিনি বলেন, লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাটের কসাই এখনও জীবিত। উনি ভারতের প্রধানমন্ত্রী মোদি।
যুক্তরাষ্ট্রে পাক মন্ত্রীর ওই মন্তব্যের পরই দুই দেশের চিরবৈরি রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে চড়ে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিলাওয়ালের দাদা জুলফিকার আলি ভুট্টোর প্রধানমন্ত্রিত্বের সময়ই পাকিস্তানের সেনা তৎকালীন পূর্ব পাকিস্তানে ধর্ষণ, হত্যালীলা চালায়।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখী বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে তার মানসিক দেউলিয়াপনা ও দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে। বিরোধী দল কংগ্রেসও বিলাওয়ালের ‘অত্যন্ত আপত্তিকর’ মন্তব্যের তীব্র নিন্দা জানায়।
খুলনা গেজেট/ এসজেড