খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

আন্তর্জা‌তিক ডেস্ক

চলার পথের অনেকেরই একমাত্র বাহন মোটরসাইকেল। রাস্তার ঝামেলা, গণপরিবহন ওঠার ঝামেলা এড়াতে মোটরসাইকেল ব্যবহার করে থাকেন। কিন্তু মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে আসল ভারতের জায়েন্ট মোটরসাইকেল কোম্পানি বাজাজ। চলতি মাসে প্রতিষ্ঠানটি তাদের একাধিক মোটরসাইকেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

সবচেয়ে বেশি দাম বেড়েছে বাজাজের ডমিনার ২৫০ মোটরসাইকেলটির। ভারতীয় বাজারে এর দাম বেড়েছে ৬ হাজার ৪০০ টাকা। ডমিনার ৪০০-এর দাম ১ হাজার ১৫২ টাকা বাড়ানো হয়েছে। মোটরসাইকেলটির আগে দাম ছিল ২ লাখ হাজার টাকা।

পালসার সিরিয়ালের দামও বেড়েছে। পালসার এন২৫০-এর দাম বেড়েছে ১ হাজার ২৯৯ টাকা। এছাড়া, পালসার এনএস২০০ এবং আরএস২০০-এর দাম যথাক্রমে ৯৯৯ এবং ১ হাজার ৮৮ টাকা বেড়েছে। একইসঙ্গে পালসার ১২৫, ১৫০, এনএস১২৫ এবং এনএস১৬০-এর দামও বাড়ানো হয়েছে।

অ্যাভেঞ্জার ২২০ এবং অ্যাভেঞ্জার ১৬০-এর দাম যথাক্রমে ৫৬৩ এবং ৩৬৫ টাকা বেড়েছে। প্লাটিনা ১০০, প্লাটিনা ১১০ এবং সিটি১০০এক্স-এর দাম ১ হাজার ৯৭৬ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজাজের ডমিনার ২৫০ মোটরসাইকেলটির নতুন ভারতীয় টাকায় ১ লাখ ৭৫ হাজার টাকা। প্লাটিনা ১০০-এর ৬৩ হাজার ১৩০ টাকা। এছাড়া, পালসার এনএস১২৫- এর দাম ১ লাখ ৩ হাজার টাকা। পালসার এন২৫০-এর দাম শুরু ১ লাখ ৪৪ লাখ টাকা থেকে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!