বাগেরহাটের চিতলমারী উপজেলার চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা বিশ্বাস(৪৫) চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বাগেরহাট যাওয়ার পথে চিতলমারী-বাগেরহাট মহাসড়কের দেপাড়া আড়ারখাল নামক স্থানে সে এ দূর্ঘটনার শিকার হন।
নিহত লিপিকা বিশ্বাস চরবানীয়ারী উত্তরপাড়া গ্রামের মৃত সুবোধ বিশ্বাসের স্ত্রী। লিপি বিশ্বাসের অসিত বিশ্বাস (২৪) নামে একটি ছেলে ও অর্পণা বিশ্বাস (২৭) নামে একটি মেয়ে রয়েছে। চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে এ সব তথ্য জানিয়েছেন।
লিপি বিশ্বাসকে বহনকারী মোটরসাইকেলের চালক রনজিৎ বিশ্বাস সাংবাদিকদের জানান, এনজিও গণ মিলন ফাউন্ডেশনের একটি মামলায় হাজিরা দিতে তাঁরা বাগেরহাট যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯ টার দিকে দেপাড়া আড়ারখাল নামক স্থানে পৌঁছালে লিপিকা মোটরসাইকেলের পিছন থেকে পড়ে আহত হয়। পরে তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খুলনা গেজেট/ টিএ