খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

মোটরসাইকেলে বিকট শব্দ নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ, তিন পুলিশসহ আহত ৮

গেজেট ডেস্ক

বিকট শব্দে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে তিন পুলিশসহ ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১১ মার্চ) রাত ১০টায় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেলের শব্দকে কেন্দ্র করে রাত ৮টার দিকে ভৈরবপুর উত্তরপাড়া আলিম সরকারের বাড়ির সঙ্গে ভৈরবপুর দক্ষিণপাড়া বাওরা বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। দুই গ্রুপের এ সংঘর্ষ থামাতে পুলিশ ৩৯ রাউন্ড রাবার বুলেট ও ১২ রাউন্ড সীসা বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশেরও তিন সদস্য আহত হয়েছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ আরও জানায়, মোটরসাইকেলের বিকট শব্দ নিয়ে শুক্রবার বিকেলে ভৈরবপুর উত্তরপাড়ার আলিম সরকার বাড়ির নুরের সঙ্গে বাওরা বাড়ির এলাকার প্রান্তসহ কয়েকজনের বাগবিতণ্ডা হয়। শনিবার রাত ৮টায় বিষয়টি নিয়ে সালিশ বসার কথা ছিলো। কিন্তু এর আগেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উভয় পক্ষ ককটেল, লাঠিসোটা, দা, বল্লম, রামদা, ট্যাটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!