মোংলা বন্দরের জেটিতে প্রথমবারের মতো ৮.৫ মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় সিঙ্গাপুর পতাকাবাহী “MV.MAERSK NUSANTARA” নামের জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। জাহাজটিতে ৪৮৯টি কনটেইনার আছে। এটাই বন্দর জেটিতে আসা প্রথম ৮.৫ মিটার গভীরতার জাহাজ বলে নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার মাষ্টার) ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ
ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ বলেন, কনটেইনার নিয়ে প্রথমবারের মতো ৮.৫ মিটার ড্রাফটের জাহাজ বন্দর জেটিতে ভিড়েছে। পশুর চ্যানেল খননের ফলে এটা সম্ভব হয়েছে। আগামীকালকের মধ্যে জাহাজের মালামাল খালাস করার কথা রয়েছে। খালাস শেষে আবার পণ্য বোঝাই করে জাহাজটি গন্তব্যে ফিরে যাবে।
বন্দর সূত্রে জানা গেছে, পশুর চ্যানেলের নাব্যতা কম থাকায় সাত বা সাড়ে সাত মিটারের বেশি গভীরতার জাহাজ মোংলা বন্দর জেটিতে ভিড়তে পারত না। এ জন্য আট, সাড়ে আট কিংবা নয় মিটার গভীরতার পণ্যবাহী জাহাজ পশুর নদের মধ্যে নোঙর করা হতো। সেখান থেকে মালামাল খালাস করে বন্দরে আনা হতো। বন্দর ব্যবহারকারীদের দাবির পরিপ্রেক্ষিতে নদের খননকাজ করে বন্দর কর্তৃপক্ষে। নদ ড্রেজিংয়ের ফলে এখন মোংলা বন্দরে ৮.৫ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারছে।
খুলনা গেজেট/ বিএম শহিদুল