করোনার মধ্যেও মোংলা বন্দরে ৯৭০টি বিদেশী বাণিজ্যিক জাহাজের আগমনে ২০২০-২১ অর্থবছরে বন্দর সৃষ্টির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে। এ অর্থ বছরে আয় হয়েছে ৩৪০ কোটি টাকা, ব্যয় ২১০ কোটি টাকা। নীট মুনাফা ১৩০ কোটি টাকা। রবিবার সকাল ১০টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
ব্রিফিংয়ে তিনি বলেন, আগামী অর্থ বছরে ৩৬০ কোটি টাকা আয়, জাহাজ আগমন ১ হাজারের উর্ধে, নীট মুনাফা ১৫০ কোটি টাকার লক্ষমাত্রা ধরা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে বন্দর কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
১৯৫০ সালে বৃটিশ বাণিজ্যিক জাহাজ দ্যা সিটি অব লায়ন্স জাহাজ সর্ব প্রথম সুন্দরবনের পশুর নদীর জয়মনিরগোল এলাকায় নোঙ্গর করে। এটাই ছিল মোংলা বন্দরের যাত্রা শুরুর সূচনা।
খুলনা গেজেট/এনএম