মোংলা পোর্ট পৌরসভার ২০২১-২০২২ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ জুন) সকাল ১১ টায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এ বাজেট ঘোষণা করেন।
এ বাজেটে আয় ধরা হয়েছে ১শ ৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে আয়ের সমান।
পৌর মেয়র এ সময় বলেন, সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রকল্প থেকে সবচেয়ে বেশি আয় হবে ১শ ৫৯ কোটি সাত লাখ টাকা। আর সর্বোচ্চ ব্যয় হবে উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো নির্মাণ খাতে। সেখানেও ১’শ ৫৯ কোটি সাত লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল, পৌরসভার আইন উপদেষ্টা এ্যাডভোকেট শেখ আঃ সালাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও পৌরসভার কাউন্সিলরসহ পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
খুলনা গেজেট/ এস আই