খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

মোংলা ইপিজেডে সুতার কারখানায় আগুন

মোংলা প্রতিনিধি

মোংলা ইপিজেডে ‘গোয়ান জিয়াম’ নামে একটি সুতার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বের) ভোর ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। মোংলা ইপিজেড কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মাহাবুব আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

জি এম মাহাবুব আলম সিদ্দিক বলেন, মঙ্গলবার ভোর ৬ টার দিকে ইপিজেডের ‘গোয়ান জিয়াম’ সুতার কারখানার তুলার গোডাউন থেকে এই আগুনের সুত্রপাত। এরপরই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ইপিজেড, নৌ বাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বাগেরহাটের চারটি ইউনিট। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানায় ইপিজেড কর্তৃপক্ষ। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সেটি নির্ণয় করা যায়নি। এ ঘটনায় ইপিজেড কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের দুটি তদন্ত কমিটি করা হবে বলে জানান জি এম মাহাবাুব আলম সিদ্দিক।

ইপিজেডের ‘গোয়ান জিয়াম’ কারখানায় সাতজন চীনা নাগরিক ও বাংলা দেশের ৮০ জন শ্রমিক কাজ করত বলে জানা গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানাগেছে।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!