মংলায় হাত-পা বাঁধা অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে স্থানীয়রা। মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ব্রাম্মনমাঠ এলাকায় ১ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে তাকে মেইন রাস্তার পাশ থেকে উদ্ধার করা হয়।
স্থ্যানীয় বাসিন্দা হাকিম হাওলাদার (খোকা) জানান, আমি নামাজ পড়ে নিজের বাড়িতে ফির ছিলাম এমন সময় আমি শুনতে পাই রাস্তার পাশ থেকে কেউ একজন বলছে আমাকে একটু বাঁচান, আমাকে বাঁচান সে শব্দ শোনার পর আমি সামনে গিয়ে দেখতে পাই হাত পা এবং মুখে কসটেপ দিয়ে আটকানো একটি যুবক পড়ে আছে এরপর আমি আশেপাশের লোক ডাকদিয়ে তাকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তবে তাকে আমরা কেউ চিনিনা, সে এই এলাকার কেউনা।
হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক ডাঃ মোঃ ইব্রাহিম বলেন স্থ্যানীয় লোকজন তাকে অচেতন অবস্তায় হাসপাতালে নিয়ে আসলে তার পিঠে ধারালো জাতীয় ছুরির আঘাত দেখতে পাই, তাকে চিকিৎসা দিয়ে আমাদের অবজার বেসনে রাখা হয়েছে, , তাবে সে আশঙ্কামুক্ত রয়েছ।
মোংলা থানার (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, হাত পা বাধা অবস্তায় এক যুবককে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে এ ঘটনা শুনে আমি এবং রামপাল মোংলা সার্কেল এর সহকারি সিনিয়র পুলিশ সুপার স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছি তার নাম শাহারুল ইসলাম (২৮) সে বাগেরহাট সদরের তানজিলুর রহমানের ছেলে। তার স্বাভাবিক জ্ঞান ফিরলে তার কাছ থেকে বিস্তারিত জেনে আইনানুগ ব্যাবস্তাগ্রহন করা হবে।