খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং

মোংলায় স্কুল শিক্ষকের করোনা শনাক্ত

মোংলা প্রতিনিধি

মোংলায় এক শিক্ষককের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন। করোনায় আক্রান্ত হয়েছেন ওই শিক্ষকের স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুচন্দা বলও। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের (গার্লস স্কুল) সহকারী শিক্ষক পুলিন কুমার মন্ডল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার বাড়ীতে কোয়ারেন্টাইনে আছেন। তবে ওই স্কুলটি এখনই বন্ধ ঘোষণা করা হবে না বলে জানান তিনি। যদি বাকি শিক্ষকদের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয় তাহলে স্কুলটি বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষক পুলিন কুমার মন্ডল গত ২০ সেপ্টেম্বরের অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দায়িত্ব পালন শেষ করে সোমবার (২১ সেপ্টেম্বর) স্কুলে যোগ দেন। এরপরে তিনি তার শরীরে জ্বর অনুভব করায় প্রধান শিক্ষকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এর আগের দিন তার স্ত্রী হাসপাতালের নার্স সুচন্দা বলয়ও করোনা পজিটিভ শনাক্ত হন।

মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের (গার্লস স্কুল) প্রধান শিক্ষক নরেশ হালদার বলেন, শিক্ষক পুলিন ইউপি নির্বাচন চলাকালীন সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়ায় দায়িত্ব পালন শেষে মঙ্গলবার স্কুলে যোগ দিলে তার শরীরে নানা রকম করোনার উপসর্গ দেখা দেয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে তিনি ওইদিন ক্লাশ নিতে পারেন নি। এজন্য ছাত্র-ছাত্রীদের মাঝে এ ভাইরাস ছড়ানোর কোন ভয় নেই জানিয়ে প্রধান শিক্ষক বলেন, অন্য শিক্ষকদের মাঝে ছড়িয়েছে কিনা সেজন্য তাদের ১২ জন শিক্ষকদের বৃহস্পতিবার করোনার পরীক্ষার জন্য বলা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!