খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীতে ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে
  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

মোংলায় ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা’ প্রকল্পের উদ্বোধন

মোংলা প্রতিনিধি

মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা জনগনের কাছে পৌছাতে জিও-এনজিও মিলে কাজ করতে হবে। গর্ভবতী মায়ের পুষ্টিহীনতার কারনে সন্তান বিকলাঙ্গ হতে পারে মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতৃত্বকালীণ ভাতা চালু করেন। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির কথা বিবেচনা করে শেখ হাসিনা ১৯৯৬ সালে কমিউনিটি ক্লিনিক চালু করেন। এখন কমিউনিটি ক্লিনিক থেকে ৩৩ ধরনের ওষুধ বিনামূল্যে মানুষকে দেয়া হয়।

১১ মার্চ বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কেএমএসএস’র আয়োজনে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)” প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কপোর্রেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত স্বাস্থসেবা প্রকল্প’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। প্রকল্প’র উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেএমএসএস’র নির্বাহি পরিচালক আফরোজা আকতার মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরআলম শেখ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!