খুলনার উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর মাঝে সুপেয় খাবার পানি সরবরাহের জন্যে মোংলায় লবনাক্ত পানি শোধন (রিভার্স অসমোসিস) পদ্ধতির দুটি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৮ অক্টোবর শনিবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বটতলা পুকুরপাড়ে শোষনাগার প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার। এর আগে সকাল ১১ টায় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কামারডাঙ্গা এলাকায় আরও একটি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন মোংলা পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার ও নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল।
মোংলাসহ উপকূলীয় অঞ্চলের এ জনপদে যুগ যুগ ধরে সুপেয় খাবার পানির তীব্র সংকট চলে আসছে। তাই পিকেএসএফ- এর পক্ষ থেকে শনিবার মোংলায় আপাতত দুটি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। প্রয়োজন অনুসারে এলাকার বিভিন্ন স্থানে আরও অন্তত ১৩ টির বেশি এরকম প্লান্ট বসানো হবে বলে পিকেএসএফ – এর ব্যবস্থাপনা পরিচালক ড.নমিতা হালদার বলেন।
প্রকল্পের জন্য ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও তিনি জানান। প্রকল্পগুলো চালু হলে এ অঞ্চলের সুবিধা বঞ্চিত কয়েকলাখ মানুষের খাবার পানির দীর্ঘ সংকটের অবসান ঘটবে।