নির্মাণাধীন মোংলা-খুলনা রেললাইনে কাজ করার সময় দুর্ঘটনায় আবদুল্লাহ সরদার (২৭) নামে এক ট্রলিচালক মারা গেছেন। শনিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টার দিকে বাগেরহাটের ইপিজেড এলাকায় রেল লাইন সংযোগ স্থাপনের সময় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
আবদুল্লাহ সরদার রেল লাইন সংযোগ কাজে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন গ্রুপে ট্রলিচালক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে পাথর নিয়ে আসার সময় ইপিজেড এলাকায় নিজের ট্রলিটি বিকল হয়ে পড়ে। মেরামত করতে গেলে সেটির হাইড্রলিকে তার মাথা চাপা পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান আবদুল্লাহ। পরে ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট তাকে উদ্ধার করে।
জাহাঙ্গীর আহমেদ জানান, নিহত আবদুল্লাহ যশোরের বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়ির রব্বানী সরদারের ছেলে বলে জানা গেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মোংলা বন্দর হাসপাতালের রাখা হয়েছে বলে পুলিশ জানায়।
খুলনা গেজেট/কেএম