মোংলা সুন্দরবন সংলগ্ন গ্রামে মাছের ঘের থেকে ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের ঘের থেকে এ সাপটি উদ্ধার করে বনবিভাগ। পরে তা সুন্দরবনে অবমুক্ত করা হয়।
নিম্নচাপের কারণে সুন্দরবনসহ আশপাশের অনেক এলাকা প্লাবিত হয়। ফলে অনেক বণ্যপ্রাণি লোকালয়ে চলে এসেছে। পানি কমার সাথে সাথে বন্যপ্রাণি উদ্ধারে মাঠে নামে বনবিভাগ। তারই অংশ হিসেবে অজগর সাপটিকে উদ্ধার করে বনবিভাগ।
বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক মারুফ হাওলাদার জানায়, সাপটিকে মাছের ঘেরে দেখে আমি উদ্ধার করি এবং তাৎখনিক জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে বিষয়টি জানানো হয়। পরবর্তীতে তিনি তার সদস্যদের নিয়ে এসে সাপটি উদ্ধার করেন।
পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির জানান,সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাঘবন্ধু সদস্য সেচ্ছাসেবক ও সাংবাদিক মারুফ হাওলাদার মাছের ঘের থেকে অজগর সাপটি উদ্ধার করেন। পরবর্তীতে সংবাদ পেয়ে আমরা সাপটিকে উদ্ধার করি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় বন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করা হয়। এটি ৬ ফুট লম্বা ওজন ৩ কেজি।
স্টেশন কর্মকর্তা আরও জানান, সুন্দরবন ও লোকালয় একই সমতলে হওয়ায় খাদ্যের সন্ধানে অজগর সাপগুলো প্রায়ই গ্রামে চলে আসে।
খুলনা গেজেট/এসজেড