খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

মোংলায় বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন

মোংলা প্রতিনিধি

যারা দেশের অবকাঠামো উন্নয়ন করছে, সেটাও বিজ্ঞানের অবদান। ইঞ্জিনিয়ার যদি ভাল না হয় তবে দেশের অবকাঠামো ভাল থাকেনা, তাই পৃথিবীতে উন্নয়নের সবচেয়ে বেশী অবদান বিজ্ঞানের। আমরা বিজ্ঞানকে কোন অবস্থাতেই অবহেলা করতে পারিনা শিক্ষাক্ষেত্রে। আমরা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে পৃথিবীতে পরিচয় দিতে চাই। সেই কাজ করতে হলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানের উপরে জ্ঞান অর্জন করতে পারলেই আমরা সফলতা অর্জন করতে পারবো।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় মোংলা দ্বিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ে ‘বাংলাদেশ বিজ্ঞান একাডেমির’ উদ্দোগে বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক তার বক্তাব্যে একথা বলেন।

অনুষ্ঠানে দ্বিগরাজ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন’র সভাপতিত্ব এসময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তালুকদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেনসহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপমন্ত্রীসহ অন্যান্য বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা যারা স্কুল কলেজে লেখাপড়া করছো, তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যত। তাই দেশ সম্পর্কে জানতে হলে বিজ্ঞানের উপর ভালভাবে লেখাপড়া করতে হবে। বিজ্ঞান ও সভ্যতা একে অপরের সাথে সম্পৃক্ত, বিজ্ঞান না আসলে কখনও সভ্যতা আসতো না। তাই প্রধানমন্ত্রী আইসিটি সেক্টর না আনলে বিজ্ঞানে অনেকটাই পিছিয়ে থাকতো এদেশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!