স্বাস্থ্যবিধি না মানায় দিনদিন মোংলায় করোনা শনাক্তের হারও বাড়তে শুরু করেছে। পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক মাছ বাজার, কাঁচা বাজার ও মার্কেটগুলোতে স্বাস্থ্য বিধি না মেনে বিভিন্ন অজুহাতে অবাধেই ঘুরতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ে স্থবির হয়ে পড়েছিলো মোংলার মানুষের সাধারণ জীবন-যাপন। বর্তমান সময়ে নতুন করে আবারও করোনার সংক্রমণ হার বৃদ্ধি পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনীহা দেখা যাচ্ছে সাধারণ মানুষের মাঝে।
অন্য দিকে মোংলার বন্দরে বিভিন্ন জেলা ও ভারত থেকে পণ্য নিয়ে আসা সকল নৌযানের যাত্রী বা নাবিকরা চ্যানেলে নঙ্গর করে নিত্য প্রয়োজনীয় বাজারসহ অন্যান্য কাজের অজুহাতে কিনারে উঠে চলাচল করাসহ মোংলা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন।
এদিকে, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা ছাত্র/ছাত্রীসহ মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিদিনই এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে । তবে শুধু টিকা নেয়ার জন্য ভিড় করলেও সামাজিক দুরত্ব বজায় রাখতে দেখা যায়নী অনেকের মধ্যে।
মোংলা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিবিতোষ বিশ্বাস বলেন, আজ করোনার হার গতকালের চেয়ে অনেক বেশী। আজ ২৬ ডিসেম্বর(বুধবার) করোনার নমুনা পরীক্ষা করেছে মাত্র আট জন, যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ছয় জনের। মোংলা উপজেলায় বসবাসকারী অনেকেই করোনার নমুনা পরিক্ষার জন্য আসতে চাচ্ছেনা। যার ফলে কি পরিমান রোগি আক্রান্ত রয়েছে তা নির্ণয় করা সম্ভব না। এর ভিতরে যারাই নমুনা পরিক্ষার জন্য আসছে তাদের মধ্যে গত ৪৮ ঘন্টায় ১৪ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তারা সকলেই হোমকোয়ারেন্টাইন ও আইসোলেশনে রয়েছে। তিনি আরো বলেন, ওমিক্রন খুব দ্রুত ছড়ায় তাই সকলের উচিৎ স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করা।
খুলনা গেজেট/ টি আই