খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং

মোংলায় নির্বাহি অফিসারের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলার নির্বাহি অফিসার এর বাসভবন ও শারীরিক নিরাপত্তার জন্য আনসার সদস্যদের আবাসিক ভবন নির্মাণের ভিক্তি প্রস্তর স্থাপন করা হয়। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন করেন স্থানীয় এমপি ও বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) ও সিনিয়র সহকারী সচীব নয়ন কুমার রাজবংশী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদুজ্জামান নাহিদ, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন প্রমূখ।

ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে সমগ্র জনগণের। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নতুন ভবন নির্মাণের পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়েছে। তার অবদান বলে বোঝানো যাবে না। বাংলার মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার নাম।

এছাড়াও উপমন্ত্রী অসহায়দের মাঝে ত্রাণের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!