বাগেরহাটের মোংলায় পশুর নদীতে এম, ভি মোকসেদুর-ফেনী নামক একটি জাহাজ থেকে পড়ে জাবের আলী নামের এক লস্কর নিখোঁজ হয়েছেন। সোমবার (২১ জুন) দুপুরে মোংলাবন্দর এলাকায় পশুর নদীর লাউডোব খেয়াঘাটস্থ বয়ার সাথে বেধে রাখা জাহাজের রশী খুলতে গেলে নদীতে পড়ে নিখোঁজ হয় জাবের। নিখোঁজের পর-পরই মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন, খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও পুলিশ জাবেরকে উদ্ধারে অভিযান শুরু করেছে।
নিখোঁজ জাবের আলী কার্গো জাহাজ এম,ভি মোকসেদপুর-ফেনী’র লস্কর এবং নড়াইলের চুনখোলা গ্রামের মৃত হাসেম বিশ্বাসের ছেলে।
কার্গো জাহাজ এম, ভি মোকসেদুর-ফেনী’র মাস্টার আঃ রশিদ জানান, মোংলা বন্দর সংলগ্ন বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরীতে পণ্য খালাস শেষ করার পরে জাহাজটি লাউডোব খেয়াঘাটস্থ বয়ায় বাঁধা ছিলো। দুপুরের দিকে জাহাজটি ছেড়ে দেয়ার জন্য রশি খুলতে যায় জাবের আলী। তখন রশিতে পা পেচিয়ে গেলে রশির টানে নদীতে পড়ে যায় । এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোংলা ইডিজেড স্টেশনের স্টেশন কর্মকর্তা আরশাদ আলী বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। খুলনার ডুবুরী দলও আমাদের সাথে উদ্ধার কাজে অংশ নিয়েছে। তবে এখনও খোঁজ পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সাথে সাথে সাথে পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল বাহার চৌধুরী।
খুলনা গেজেট/ এস আই