“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” শ্লোগানে মোংলায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাগ্রত যুব সংঘ জেজেএস, রূপান্তর এবং ওয়াটার এইডের যৌথ আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী এবং উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মোংলায় মা ও শিশুর স্বাস্থ্য সেবা প্রদান, ১৫টি মসজিদে জুমার খুতবায় পুষ্টি বিষয়ক আলোচনা সভা, লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, পুষ্টি বিষয়ক কাউন্সেলিং প্রদান, এতিমখানা-লিল্লাহ বোর্ডিং ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ এবং আশ্রয়ন প্রকল্পে ৮০টি পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়।
ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড্ওয়াইডের নেতৃত্বে ”পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত ( ক্রেইন )” প্রকল্প আওতায় আজ সকাল ১০টায় পুষ্টি সপ্তাহের সমাপনী ও উপজেলা পুষ্টি উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার।
সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী সোহান আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, ফ্রেন্ডশীপ’এর মোঃ আতিকুল ইসলাম, জেজেএস’এর তরুন বড়ুয়া, রূপান্তরের বিপাশা রায় প্রমূখ।
খুলনা গেজেট/ এস আই