পারিবারিক কলহের জেরে রবিবার (২৯ অক্টোবর) বিকেলে মোংলা পৌর শহরের বাসিন্দা ফাতেমা আক্তার ময়না (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাতেমা আক্তার ময়না মংলা পৌর শহরের লোকমান হোসেনের মেয়ে।
নিহতের নিকট আত্মীয় ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সাত মাস আগে মোংলা পৌর শহরের চাল ব্যবসায়ি জাকির হোসেনের সাথে বিয়ে হয় ফাতেমার। তারা ভারা বাসা নিয়ে মোংলা খোসেরডাঙ্গা এলাকায় বসবাস করতেন। কিন্তু জাকিরের আগের সংসারে স্ত্রী সন্তান থাকায় প্রতি নিয়ত তাদের পারিবারিক কলহ চলে আসছিলো।
স্থানীয়রা জানান রবিবার ২৯ অক্টোবর দুপুরে তারা ফাতেমার কান্নাকাটির শব্দ শুনতে পান। ফাতেমার চাচাতো ভাই সোহাগ জানান দুপুরে ফাতেমার স্বামি জাকির তার শাশুরি ফাতেমার মাকে ফোন দিয়ে বাসায় আসতে বলে এ সময় তিনি বাসায় আসলে ঘরের বাহির থেকে তালা মারা দেখতে পান, কিছুক্ষন পর জাকির এসে জানায় বাহির থেকে তালা মেরে সে খাবার আনতে গিয়েছিলো।
পরে ঘরের দরজা খুলে রুমের ভিতর প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন ফাতেমার মা, তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সামসুউদ্দিন জানান ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারন জানাযাবে। এ ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
খুলনা গেজেট/ টিএ