খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
থানায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার হয়নি

কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগ

মোংলা প্রতিনিধি

মোংলায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাদঁপাই ইউপি মেম্বর প্রার্থী সুজয় বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। জোরপূর্বক ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগ করে মঙ্গলবার রাতে মোংলা থানায় মামলা করে নির্যাতিতা ওই ছাত্রী। পুলিশ হেফাজতে বুধবার বিকেলে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে অভিযুক্ত সুজয় বিশ্বাস ২০ ঘন্টায়ও গ্রেপ্তার হয়নি।

থানার মামলা সূত্রে জানা যায়, নির্যাতিতা কলেজছাত্রীর বাড়ীর পাশেই আসামির বাড়ী হওয়ার সুবাদে এবং পারিবারিক সম্পর্ক থাকায় আসামি সুজয় বিশাস প্রায়ই তাদের বাড়ীতে আসা-যাওয়া করতো। কিন্তু ঘটনার প্রায় তিন মাস পূর্ব থেকেই আসামি তাকে বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ার প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু আসামির কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার মোবাইল ফোনে হুমকি ও বিভিন্ন প্রলোভন দেখাতো বলে মামলায় উল্লেখ করে।

অভিযোগ করা হয়, গত ২০ জুন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কালীকাবাড়ী গ্রামের নিজ বসত ঘরে টিভি দেখার সময় হঠাৎ ঘরে প্রবেশ করে লম্পট সুজয় বিশ্বাস। বাড়ীতে কেউ না থাকার সুযোগে কৌশলে ঘরের সামনের দরজা বন্ধ করে দেয় সুজয়। এসময় দরজা বন্ধ করতে নিষেধ করলে কলেজছাত্রীকে জীবননাশের হুমকি দেয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এছাড়া আসামি সুজয় বিশ্বাস কৌশলে ধর্ষণের চিত্র গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে। জোরপূর্বক ধর্ষণ শেষে এঘটনা কাউকে কিছু বললে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে) ছড়িয়ে দেয়ারও হুমকি দেয় সুজয় বিশ্বাস। পরবর্তীতে পুনরায় তার সাথে এ অনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রস্তাব দেয় সুজয়। এভাবে ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করে আসছে লম্পট সুজয় বিশ্বাস। জীবন ও লোক লজ্জার ভয়ে কাউকে কিছু না বলে ধর্ষকের এ নির্যাতন মুখ বুঝে সহ্য করে আসছিল ওই কলেজছাত্রী। কয়েক দিন পূর্বে তাকে পুনরায় কু-প্রস্তাব দেয় সুজয় বলে থানার অভিযোগে উল্লেখ করে।

অভিযোগে আরও উল্লেখ করে, তার কু-প্রস্তাবে পুনরায় রাজি না হওয়ায় পূর্বের ধারণকৃত ধর্ষণের ভিডিও এলাকার বিভিন্ন লোকের মোবাইল ফোনে সরবরাহ করে সুজয় বিশ্বাস। তার সাথে সম্পর্ক না রাখলে উক্ত ভিডিও ইন্টারনেটেও ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে কলেজছাত্রীর মোবাইল ফোনে। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে মঙ্গলবার রাতে মোংলা থানায় নির্যাতনের শিকার কলেজছাত্রী বাদী হয়ে চাঁদপাই ইউনিয়নের কালীকাবাড়ী গ্রামের মৃত পুলিন বিশ্বাসের ছেলে সুজয় বিশ্বাসের (৩৫) বিরুদ্ধে মামলা দায়ের করে। ধর্ষণের শিকার ওই ছাত্রী খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া এসএন ডিগ্রী কলেজে অনার্স ২য় বর্ষে পড়ে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, চাঁদপাই ইউনিয়নের কালীকাবাড়ী এলাকায় কলেজছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ ও পর্ণোগ্রাফি ধারায় মামলা হয়েছে এবং ওই কলেজছাত্রীকে পুলিশ হেফাজতে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে তার পরিবারের হেফাজতে রাখা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!