খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে সাত খুনের ঘটনায় জড়িত সন্দেহে আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব
  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ

মোংলায় করোনা সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের চেকপোস্ট

মোংলা প্রতিনিধি

বন্দর নগরী মোংলায় মহামারী করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দিনেও চলছে কঠোর বিধি নিষেধ, শহরের গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের চেকপোস্ট বসিয়ে জনসাধারণের যাতায়াতে নিয়ন্ত্রণ করছে পুলিশ ও আনসার সদস্যরা।

দেশের দ্বিতীয় বন্দরনগরী মোংলায় ঈদ পরবর্তী সময়ে করোনা সংক্রমনের হার বেড়ে যাওয়ায় আট দিনের কঠোর বিধি-নিষেধ আরোপ করে স্থানীয় প্রশাসন। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে টহল দিচ্ছে দুটি ভ্রাম্যমাণ আদালত, বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা। পৌর শহরের প্রবেশে রাখা হচ্ছে কঠোর নজরদারি।

পৌর শহরের ভ্যানচালক বাদশা শেখ বলেন, যদিও কঠোর বিধিনিষেধে আমাদের আয় ইনকামের অনেক সমস্যা হচ্ছে তারপরও নিজেদের বাঁচার স্বার্থে মোংলাকে করোনা মুক্ত রাখতে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাকে আমি সাধুবাদ জানাই।

পৌর এলাকার বাসিন্দা সমাজ সেবক ও আবুল কালাম আজাদ বলেন, করোনার কারণে বর্তমানে আমারা আতঙ্কিত হয়ে আছি, হঠাৎ করে করোনার প্রভাব বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন সময় উপযোগি যে পদক্ষেপ নিয়েছে এজন্য তাদেরকে সাধুবাদ জানাই।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!