মোংলায় সোমবারও স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। এর আগে রবিবারও মারা গেছে একজন। এ নিয়ে দুইদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে হাসপাতালটিতে মারা যায় আরো ৫জন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা রোকেয়া বেগম (৬৫) রবিবার দিবাগত রাতে ও শ্রীমতি ঢালী (৬০) সোমবার সকালে মারা যান। রোকেয়া উত্তর চাঁদপাই গ্রামের মৃত মোশারেফ শেখের স্ত্রী। আর শ্রীমতি চাপড়া গ্রামের বাসিন্দা। এদিকে রবিবার সকালে হাসপাতালে করোনা নিয়ে মারা যান সিগনাল টাওয়ার এলাকার রেনু বেগমকে (৫৫)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেশ বিশ্বাস বলেন, রবিবার একজন ও সোমবার দুইজন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়াও এর আগে হাসপাতালে করোনায় মারা গেছেন আরো ৫ জন।
এদিকে সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন করোনা পরীক্ষা করিয়েছেন। এরমধ্যে ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সোমবারের শনাক্তের হার ৪৩ ভাগ। এর আগে রবিবার ছিল ৫৫ ভাগ।
খুলনা গেজেট/কেএম